মানুষ সৃষ্টির সেরা জীব। সৃষ্টিকর্তা মানুষকে এমন সব গুণাবলী দিয়েছেন যা তাকে অন্য সব প্রাণী থেকে আলাদা করেছে। মানুষের আছে স্বপ্ন, দেখা কল্পনা, করা চিন্তা করার শক্তি, তবে একজন মানুষের প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য তার মধ্যে থাকতে হয় কিছু গুণাবলী যেসব গুনাবলী একজন প্রকৃত মানুষের মধ্যে থাকে। সেগুলি আপনাদের জানাবো, চাইলে সেগুলি আপনার নিজের সাথে মিলিয়ে নিতে পারবেন।
একজন প্রকৃত মানুষ কথা বলবে মার্জিতভাবে। প্রয়োজন অনুসারে, নরম ভাবে, প্রয়োজনের অতিরিক্ত সে কথা বলবেনা। সে এমন কিছু বলবে না যা অন্য একজন মানুষকে আঘাত করতে পারে। তবে সে মানুষটি সব সময় সত্যের সাথে থাকে সে নিজে কোন অন্যায় করতে পারে না। এবং তার চোখের সামনে কোন অন্যায় দেখলে সে প্রতিবাদ করে। জীবনে কখনো সে কঠিন সময়ে পড়লেও সে হককারিতাই কোন সিদ্ধান্ত নেয় না।
একজন প্রকৃত মানুষের ব্যবহার হয় অমায়িক, ও ভদ্র, সে সকলের সাথে সুন্দর আচরণ করে ও কারো সাথে পক্ষপাতিত্ব করে না। তার সাজ-পোশাকে ও থাকবে ভদ্রতা ছোঁয়া। কোনরকম অশ্লীলতা তাকে স্পর্শ করতে পারবে না। প্রকৃত মানুষের কাজ করার মধ্যে থাকবে যত্নের ছোঁয়া। সে কোন সময় হাল ছেড়ে যাওয়ার মানসিকতা ধারণ করে না।
একজন মানুষের মূলমন্ত্র সে সব সময় থাকে এবং এজন্য সে কোন কাজ করতে ভয় পায় না। সে সব সময় সৎ পথে উপার্জন করে। নিজের উপার্জন নিয়ে সন্তুষ্ট থাকে প্রয়োজনের অতিরিক্ত খরচ করে না। এবং সব সময় ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। ও একজন প্রকৃত মানুষের থাকে কোন বিষয় নিয়ে গভীর চিন্তা করার ক্ষমতা। এবং সেই চিন্তাকে বাস্তবে রূপ দেয়ার শক্তি। তার ভাবনা চিন্তা ও কাজ পাবে সৃজনশীলতা। সর্বোপরি একজন প্রকৃত মানুষ সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতা মেনে চলে সে সময় মত আহার করে এবং সময় মত ঘুমায়। তার খাদ্যাভাসে থাকে পরিমিত আহার নিজের শরীর ঠিক রাখার জন্য।
একজন প্রকৃত মানুষ কায়িক পরিশ্রম করে। এছাড়াও অনেক ব্যস্ততার ভিড়েও একজন প্রকৃত মানুষ তার নিজের জন্য ও পরিবারের জন্য সময় বের করতে ভোলে না। মনে রাখবেন একজন প্রকৃত মানুষ মানেই কিন্তু প্রচুর অর্থ সম্পদের মালিক নয়। বরং একজন সুস্থ সৎ এবং সুখী মানুষকে প্রকৃত মানুষ বলা যায়।
0 মন্তব্যসমূহ